ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

ছবিটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না

আল্লাহু আকবার! ছবিটি দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই মানুষটিই ছিলেন গত দীর্ঘ ২০ বছর যাবত জামায়াত ইসলামীর কেন্দ্রীয় পর্যায়ের দায়িত্বশীল। সারাদেশের প্রথম দশজন দায়িত্বশীলের একজন ছিলেন তিনি। দরিদ্র ও সাধারন বেশভূষার এই মানুষটীর সাথে যেই কথা বলেছে সেই বুঝবে, লৌহমানব হযরত উমর (রা) এর মত দ্বীনহীন বেশে চলা একজন যুগোত্তীর্ন বিপ্লবীর এযুগের রুপই ছিলেন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই। ততকালীন কাফিররা বলেছিল, দ্বীনহীন এই মুসলিমগুলা কিভাবে সমাজের নেতা হয়। আমাদের আবুল হাকাম (আবু জাহেল) আছে, আছে আবুল ওয়ালীদ, উতবার মত বড় বড় ধণী নেতারা। তাদের পাশে মুহাম্মাদ (স) এর সঙ্গীরা বড়ই বেমানান, যেমনটি বেমানান আজকের কোর্ট টাই পরা হাজার হাজার টাকায় সেলাই করা জামা পরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কেন গাড়িতে চড়া রাজনীতিবিদদের সাথে আজকের শহীদ এই মানুষটি। সত্যিইতো কি আর্থিক যোগ্যতা ছিল এই মানুষটির যে সে নেতা হবে মুসলিম নামধারীদের (নামধারী বললাম, কারন মুসলিম আচরনের ছিটেফোটাও খুজে পেতে কষ্ট হবে আমাদের বাংলাদেশীদের মাঝে)। তার যোগ্যতা ছিল তাক্বওয়ার, ন্যায়নিষ্ঠতার। কিন্তু এই যোগ্যতাগুলোতো নেতা বানায় সত্যিকার মুসলিমদের জন্যে। আমরা কি সত্যিকার মুসলিম? তাহলে আমাদের নেতা কেন হাসিনা, খালেদা, পার্থরা হয়? কেন আব্দুল কাদের মোল্লারা বিদায় নেয় ফাসিতে ঝুলে, যেমনটি বিদায় নিয়েছিল ইয়াসার (রা), হামজা (রা), সুমাইয়া (রা)!!!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন