আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইন বিশেষজ্ঞ ব্যারিস্টার টবি ক্যাডম্যান
বলেছেন, জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে জারি করা
মৃত্যুদণ্ডাদেশ অবিলম্বে স্থগিত না করা হলে ভয়াবহ সঙ্কটে পড়বে বাংলাদেশ।
আওয়ামী লীগ সরকার যদি ন্যায়নীতির তোয়াক্কা না করে আবদুল কাদের মোল্লার
ফাঁসি কার্যকর করে, তবে বাংলদেশ এমন এক অন্ধকার অধ্যায়ে প্রবেশ করবে, যা
কোনোকালে কোনো জাতি দেখেনি। আর যদি রায়টি কার্যকর করা স্থগিত করা হয়,
তবে সেটা হবে এই মর্মান্তিক প্রহসন অবসান হওয়ার সূচনা। মিসরের আল আরাবিয়া
পত্রিকায় মঙ্গলবার ক্যাডম্যানের নিবন্ধটি প্রকাশিত হয়। নিবন্ধটি এর আগে
সৌদি গেজেটে প্রকাশিত হয়েছিল।
যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, প্রত্যার্পণ এবং মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ ক্যাডম্যান বসনিয়া যুদ্ধাপরাধ চেম্বারের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
যুদ্ধাপরাধ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, প্রত্যার্পণ এবং মানবাধিকারবিষয়ক বিশেষজ্ঞ ক্যাডম্যান বসনিয়া যুদ্ধাপরাধ চেম্বারের প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের আইন উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন