তোরা- যতই করিস চেঁচামেচি আর আনন্দ- হৈ হল্লা,
ফাঁসির দড়িকে পায় না তো ভয় মুমিন কাদের মোল্লা !
সারা জীবনের প্রাণ-পণ চাওয়া শহীদী মৃত্যু, যার-
ফাঁসির মঞ্চে হাসিমুখে যেতে কোন দ্বিধা নেই তার !
সে-ও জেনেছিল, ঈমানের পথে ফুল নেই, ফুল নেই-
তবু এই পথে সফলতা আছে, ভুল নেই, ভুল নেই-
এই পথে আছে- সাহারার মরু, রক্ত-নদীর বান,
কণ্টক-ভরা প্রান্তর আর, মৃত্যুর আহ্বান !
সেই আহ্বানে সাড়া দিয়ে সে-ও পাষাণে বেঁধেছে বুক-
ভুলে গেছে যত মিথ্যে মমতা, পৃথিবীর মায়া-মুখ !
তার অপরাধ ? একটাই শুধু- ঈমানের পথে চলা,
আল্লা’র প্রেমে, রাসুলের প্রেমে সত্যের কথা বলা !
এই অপরাধে অপরাধী হয়ে, মরণেও ভয় নেই-
হাজার বছর পেরিয়ে গেলেও ক্ষয় নেই, ক্ষয় নেই।
কাদের মোল্লা মরলেও, তার আদর্শ মরবে না-
তার অগণিত সহযাত্রীরা পথ থেকে সরবে না !
সুতরাং তোরা নাচছিস কেন ওরে ও পেঁচার দল,
তোদের জন্য বরাদ্দ শুধু নর্দমা-জঙ্গল।
সব বিচারের বিচার যে হবে জানিস কখনো তোরা ?
আল্লা’র কাছে চির অপরাধী তোরাই, কপালপোড়া !
কাদের মোল্লা বেঁচেই থাকবে তোরা-ই যে মরে যাবি-
তিল তিল করে সব জুলুমের প্রতিদান তোরা পাবি !
ফাঁসির দড়িকে পায় না তো ভয় মুমিন কাদের মোল্লা !
সারা জীবনের প্রাণ-পণ চাওয়া শহীদী মৃত্যু, যার-
ফাঁসির মঞ্চে হাসিমুখে যেতে কোন দ্বিধা নেই তার !
সে-ও জেনেছিল, ঈমানের পথে ফুল নেই, ফুল নেই-
তবু এই পথে সফলতা আছে, ভুল নেই, ভুল নেই-
এই পথে আছে- সাহারার মরু, রক্ত-নদীর বান,
কণ্টক-ভরা প্রান্তর আর, মৃত্যুর আহ্বান !
সেই আহ্বানে সাড়া দিয়ে সে-ও পাষাণে বেঁধেছে বুক-
ভুলে গেছে যত মিথ্যে মমতা, পৃথিবীর মায়া-মুখ !
তার অপরাধ ? একটাই শুধু- ঈমানের পথে চলা,
আল্লা’র প্রেমে, রাসুলের প্রেমে সত্যের কথা বলা !
এই অপরাধে অপরাধী হয়ে, মরণেও ভয় নেই-
হাজার বছর পেরিয়ে গেলেও ক্ষয় নেই, ক্ষয় নেই।
কাদের মোল্লা মরলেও, তার আদর্শ মরবে না-
তার অগণিত সহযাত্রীরা পথ থেকে সরবে না !
সুতরাং তোরা নাচছিস কেন ওরে ও পেঁচার দল,
তোদের জন্য বরাদ্দ শুধু নর্দমা-জঙ্গল।
সব বিচারের বিচার যে হবে জানিস কখনো তোরা ?
আল্লা’র কাছে চির অপরাধী তোরাই, কপালপোড়া !
কাদের মোল্লা বেঁচেই থাকবে তোরা-ই যে মরে যাবি-
তিল তিল করে সব জুলুমের প্রতিদান তোরা পাবি !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন