ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩

আব্দুল কাদের মোল্লা সাহেবকে নিয়ে লেখা ইসলামী গান...

তোরা- যতই করিস চেঁচামেচি আর আনন্দ- হৈ হল্লা,
ফাঁসির দড়িকে পায় না তো ভয় মুমিন কাদের মোল্লা !

সারা জীবনের প্রাণ-পণ চাওয়া শহীদী মৃত্যু, যার-
ফাঁসির মঞ্চে হাসিমুখে যেতে কোন দ্বিধা নেই তার !

সে-ও জেনেছিল, ঈমানের পথে ফুল নেই, ফুল নেই-
তবু এই পথে সফলতা আছে, ভুল নেই, ভুল নেই-

এই পথে আছে- সাহারার মরু, রক্ত-নদীর বান,
কণ্টক-ভরা প্রান্তর আর, মৃত্যুর আহ্বান !

সেই আহ্বানে সাড়া দিয়ে সে-ও পাষাণে বেঁধেছে বুক-
ভুলে গেছে যত মিথ্যে মমতা, পৃথিবীর মায়া-মুখ !

তার অপরাধ ? একটাই শুধু- ঈমানের পথে চলা,
আল্লা’র প্রেমে, রাসুলের প্রেমে সত্যের কথা বলা !

এই অপরাধে অপরাধী হয়ে, মরণেও ভয় নেই-
হাজার বছর পেরিয়ে গেলেও ক্ষয় নেই, ক্ষয় নেই।

কাদের মোল্লা মরলেও, তার আদর্শ মরবে না-
তার অগণিত সহযাত্রীরা পথ থেকে সরবে না !

সুতরাং তোরা নাচছিস কেন ওরে ও পেঁচার দল,
তোদের জন্য বরাদ্দ শুধু নর্দমা-জঙ্গল।

সব বিচারের বিচার যে হবে জানিস কখনো তোরা ?
আল্লা’র কাছে চির অপরাধী তোরাই, কপালপোড়া !

কাদের মোল্লা বেঁচেই থাকবে তোরা-ই যে মরে যাবি-
তিল তিল করে সব জুলুমের প্রতিদান তোরা পাবি !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন