WEDNESDAY, 08TH JANUARY, 2014
অধ্যাপক নাজির আহমদ
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর বর্ষীয়ান রাজনীতিক প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক নাজির আহমদ গতকাল রাত ১১টা ১০ মিনিটে ইবনে সিনা হাসপাতালে ইন্তিকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, তিন পুত্র দুই কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ইবনে সিনা হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত ২৭ ডিসেম্বর গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময়ে মোটামুটি সুস্থ হয়ে উঠার পর ২ জানুয়ারি আবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। অবস্থার অবনতি ঘটায় ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে তার চিকিৎসা চলছিল। এ অবস্থায় গত রাতে তিনি ইন্তিকাল করেন। আজ বুধবার বাদ জোহর মিরপুর ১১-তে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে তার বড় ছেলে আহমদ খালিদ হাসান জানান। জানাযার স্থান এবং কোথায় দাফন করা হবে তা তার মা ও পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে ঠিক করা হবে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন