‘সুদানবাসীকে বাঁচানোর আগে এদেশের নাদান লোকগুলোকে বাঁচান’- আজকের মাইটিভির টকশোতে এলডিপির যুগ্ম-মহাসচিব শাহাদত হোসেন সেলিম একথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রায় সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে শেষ করে দিয়েছে। এখন দেশবাসী শুধুমাত্র আস্থার জায়গা আমাদের সেনাবাহিনী। সেনাবাহিনীকে বলব সুদানে গিয়ে শান্তি ফিরিয়ে আনার আগে দেশের নাদান লোকগুলোকে বাঁচান। কারন এসব নাদান লোকেরাই দেশটাকে টিকিয়ে রেখেছে।
টকশোর অপর আলোচক কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (অব.) বলেন, সরকার ৫ বছর বিভিন্ন বাহিনীকে অবাধে দুর্নীতির সুযোগ করে দিয়ে এখন তাদেরকে বলছে- যা বলি কর, অন্যথায় শূলে চড়াব। আলহামদুলিল্লাহ, এক্ষেত্রে আল্লাহর অশেষ মেহেরবানীতে ব্যতিক্রম কেবল সেনাবাহিনী। তাছাড়া মাঠে নামার পর গত ৭ দিনে সেনাবাহিনীর বিতর্কিত কোন কাজের খবর পাওয়া যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন