তারিখঃ ২৫ মে ২০১৫ বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র শিল্পী শেখ আবুল কাশেম মিঠুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ
জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ আজ ২৫ মে নিম্নোক্ত শোকবাণী প্রদান করেছেন। “বাংলাদেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চলচ্চিত্র শিল্পী শেখ আবুল কাশেম মিঠুনের ইন্তেকালে আমি গভীর শোক প্রকাশ করছি। মরহুম এদেশে সুস্থ ও রুচীশীল সাংস্কৃতিক ধারা সৃষ্টির জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। তিনি অশ্লীল ও কুরুচীপূর্ণ সাংস্কৃতিক আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রাম করে গিয়েছেন। তিনি ছিলেন সুস্থ, সুন্দর ও মননশীল চিন্তার অধিকারী এক সাংস্কৃতিক ব্যক্তিত্ব। তার ইন্তেকালে সাংস্কৃতিক অঙ্গণে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তার অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
আল্লাহ তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করুন। আমি তার শোক-সন্তপ্ত পরিবার- পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে দোয়া করছি, আল্লাহ তাদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন। আমীন।”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন