ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বুধবার, ৮ জানুয়ারী, ২০১৪

নির্বাচনে ভোট পড়েছে ২%-২.৫% : বি. চৌধুরী শীর্ষ নিউজ ডটকম

ঢাকা : বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, প্রহসনের এ নির্বাচনে জনগণের কোন সম্পৃক্ততা নেই। এ নির্বাচনে ভোট পড়েছে মাত্র দুই থেকে আড়াই পার্সেন্ট। তাহলে আওয়ামী লীগের ভোট গেলো কোথায়। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বি. চৌধুরী বলেন, ফলাফল ঘোষণা করতে যে দীর্ঘ সময় লেগেছে তাতেই প্রমাণিত হয় কতটা জালিয়াতি হয়েছে এ নির্বাচনে। আর এর দায়ভার নির্বাচন কমিশনকেই নিতে হবে। তিনি বলেন, সারা বিশ্ব এ নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। তবে শুধু মাত্র একটি রাষ্ট্র ব্যতীত। নৌকা মার্কায় সরকারী দল আবার নৌকা মার্কায়ই বিরোধী দল। এটি কোন গণতন্ত্র নয়। এ নির্বাচন বাতিল করে আবারো নির্বাচন দিয়ে গণতন্ত্র রক্ষায় এগিয়ে আসার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান সাবেক এই রাষ্ট্রপতি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, প্রহসনের এ নির্বাচনে জাতীয় সম্পদ এবং মূল্যবান সম্পদ নষ্ট হয়েছে। এ ছাড়া আর কোন কাজই হয়নি। জেএসডি সভাপতি আ স ম আব্দুর বলেন, সেনাবাহিনী বিশ্বে যে সম্মান অর্জন করেছে প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আমরা তা ধূলিস্মাৎ করে দিলাম। সংবিধান রক্ষার নামে এ নির্বাচনে মূলত গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা এবং সংবিধানকে ধ্বংস করা হয়েছে। শীর্ষ নিউজ 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন