রাতের আঁধারে
মানুষকে না জানিয়ে কাদের মোল্লার দাফন সরকার করে ফেললেও তার জানাযা ঠেকিয়ে
রাখতে পারেনি সরকার। লাশবিহীন কাদের মোল্লার জানাযায় লাখো মানুষের ঢল
নেমেছে চট্টগ্রামে। নগরীর প্যারেড ময়দানে জুমআর নামাজের পর তার জানাযার
নামাজ অনুষ্ঠিত হয়েছে। জুমআর নামাজ চলাকালীনই চট্টগ্রাম কলেজের
মসজিদ মানুষ ধারণে অক্ষম হয়ে পড়ে। এক পর্যায়ে প্যারেড মাঠ অর্ধেক পরিপূর্ণ
হয়ে যায়। নামাজের পর শুরু হয় জানাযার প্রস্তুতি। নামে লাখো মানুষের ঢল।
প্যারেড মাঠ পরিপূর্ণ হয়ে তার চারপাশে মানুষের উপচে পড়া ভীড় জমে উঠে।
জানাযা পূর্ব সমাবেশে জামায়াত-শিবিরের নেতৃবৃন্দ বলেন- ইসলামী আন্দোলনের
সিপিাহসালার আবদুল কাদের মোল্লাকে সরকার শুধু ইসলামী আন্দোলন করার কারনে
ফাঁসি দিয়েছে। কাদের মোল্লা এদেশের ইসলামী আন্দোলনের অন্যতম দৃষ্টান্ত হয়ে
থাকবেন বলেও দাবি করেন নেতারা। সমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী
ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী দক্ষিনের সভাপতি সোহেল, উত্তরের সভাপতি
মসরুর হোসাইন, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আফসারউদ্দিন, অধ্যাপক আহসান
উল্লাহ, শাহজাহান চৌধুরী। জামায়াতের চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি নজরুল
ইসলামের পরিচালনায় সভাপতিত্ব করেন জামায়াতের চট্টগ্রাম মহানগরী আমীর
মাওলানা শামসুল ইসলাম। জানাযায় উপস্থিত লাখো মানুষ কাদের
মোল্লাকে নির্দোষ দাবি করে তার নামে বিভিন্ন শ্লোগান ধরেন। তারা দাবি করেন-
কাদের মোল্লার দোষ একটা ছিল, যার জন্য তাকে ফাঁসি দেয়া হয়েছে। সে দোষ
হলো- তিনি ইসলামী আন্দোলন করতেন, তিনি জামায়াতে ইসলামী করতেন, তিন্নি
আল্লাহ-রাসুলের কথা বলতেন। ...কাজি সাকিব
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন