খুব শীত পড়েছে তাই না? এমন শীতের রাতে সামান্য শারীরিক ব্যথাও অনেক বেশি কষ্ট দেয়। আর যদি শরীরে ক্ষত থেকে রক্ত হরাতে থাকেন, তাহলে উপরি হিসেবে জুটবে প্রচণ্ড শীতের কনকনে বাতাসের কামড়। ২০১১ সালের এই রাতেই একটি কিশোরী মেয়েকে গুলি করে হত্যার পর ভারতীয় খুনে বিএসএফ সীমান্তের কাঁটাতারে ঝুলিয়ে রেখেছিলো। শীতের কনকনে রাতে রক্ত হারিয়ে মৃত্যুর আগে 'পানি... পানি...' চিৎকারও ঐ বর্বরদের মনে কোন করুনার জন্ম দেয় নাই।
ঐ হত্যাকাণ্ডের বিচারের নামে একটি প্রহসন করে খুনী অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়ার পাশাপাশি 'জাতীয় বীর' বলেও আখ্যা দিয়েছিলো ভারতীয় সেই আদালত।
জ্বি, আগামীকাল ৭ জানুয়ারী 'ফেলানী দিবস'। - এ.কে.এম. ওয়াহিদুজ্জামান
ঐ হত্যাকাণ্ডের বিচারের নামে একটি প্রহসন করে খুনী অমিয় ঘোষকে বেকসুর খালাস দেওয়ার পাশাপাশি 'জাতীয় বীর' বলেও আখ্যা দিয়েছিলো ভারতীয় সেই আদালত।
জ্বি, আগামীকাল ৭ জানুয়ারী 'ফেলানী দিবস'। - এ.কে.এম. ওয়াহিদুজ্জামান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন