২৬ জানুয়ারি ২০১৫: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয়ে ‘অবরুদ্ধ’ করে রাখার প্রতিবাদ এবং ২০ দলীয় জোটের দেশব্যাপী লাগাতার অবরোধের সমর্থনে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বাংলা একাডেমি এলাকায় এ মিছিল হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, অবরোধের সমর্থনে সোমবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা বাপ্পু সরকার ও শুভ্রত দাসের নেতৃত্বে দোয়েল চত্বরের সামনে থেকে একটি মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে অগ্রসর হয়।
কিন্তু মিছিলটি বাংলা একাডেমি হয়ে টি,এস সি'র দিকে গেলে পুলিশী ধাওয়ায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।
এ সময় বাংলা একাডেমি এলাকায় পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা,মাতিশ হাসান ; জহুরুল হক হলের মাসুম আহমেদ বাবু, জুয়েল হোসেন, আনিসুর রহমান অনিক, মাহবুবুর রহমান; এস,এম হলের নাসির উদ্দিন শাওন,, মুহসিন হলের এম, এস, মাহমুদ, মাহফুজ, রোমান পাঠান, ; ;জগন্নাথ হলের ত্রিবিজয় চাকমা, শিমন কুমার দে, রনি নাথ; স্যার এ এফ রহমান হলের হাসানুর রহমান, শফিকুল ইসলাম, মমিনুল হক জিসান, কাজী সামসুল হুদা ;জিয়া হলের মামুন; মুজিব হলের আকতার হোসেন ,করিম প্রধান রনি, আল-ফারহান, জুবায়েরর, রায়হান, আফজাল, সূর্যসেন হলের, শামসুল হক সোহাগ, তানজির রহমান রাতুল, একুশে হলের, মারুফ এলাহী রনি, আল-আমিন, আব্দুল্লাহ আর রিয়াদ, শহীদুল্লাহ হলের মির্জা, শুভ, রাতুল,আনোয়ার,নয়ন-সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের ৩০-৩৫ জন নেতা-কর্মী।এছাড়াও ঢাকা কলেজ ছাত্রদলের সোহরাব হোসেন এর নেতৃত্বে, মানিক মিয়া, সোহাগ মিয়া, মাহফুজুর রহমান খান সহ আরো ১০/১২ জন ছাত্রদল কর্মী উপস্থিত ছিল।
উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন