দেশব্যাপী চলমান অবরোধ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
আগামী ২ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষাকে সামনে রেখে সরকার দলের বিভিন্ন এমপি, মন্ত্রী ও দেশের বিভিন্ন ব্যক্তির হরতাল ও অবরোধের প্রত্যাহার আহ্বানের পরিপ্রেক্ষিতে শুক্রবার (৩০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি এ ঘোষণা দেন।
রিজভী বলেন, শতকরা ৫ ভাগ ভোট নিয়ে আওয়ামী মহাজোট অবৈধভাবে ক্ষমতা দখল করে জনগণের দুর্ভোগের কারণ হয়ে আছে, ১৬ কোটি জনগণের ভাগ্যের কথা ভেবে ভোটারবিহীন সরকার পদত্যাগ করলেই তো দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসে।
রিজভী বলেন, শিক্ষামন্ত্রী ১৫ লাখ পরীক্ষার্থীর ভাগ্যের কথা বলে হরতাল অবরোধ প্রত্যাহার করতে বিএনপি ও জোটকে আহবান জানিয়েছেন। কিন্তু তারা দেশের ১৬ কোটি মানুষের কথা চিন্তা করেননি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন