হিন্দু তোষণ নীতির কারণে বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আবুল হাসান শেখ শরীয়তপুরী। একই সঙ্গে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অপসারণও দাবি করেন তিনি।
শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগের ব্যানারে এক মানবন্ধনে এই দাবি জানান মাওলানা মো. আবুল হাসান শেখ। এসময় মানবন্ধনে প্রধান বিচারপতির অপসারণ চেয়ে প্ল্যাকার্ড হাতেও অনেককে দাঁড়াতে দেখা গেছে।
মানববন্ধনে মাওলানা মো. আবুল হাসান শেখ বলেন, ‘কয়েকদিন পূর্বে মুসলিম প্রধান এদেশে একজন হিন্দু বিচারপতি নিয়োগ করা হয়েছে। তাছাড়া সম্প্রতি দেশের আইন প্রণয়নকারী সর্বোচ্চ প্রতিষ্ঠান জাতীয় সংসদে হিন্দুদেরকে পূজার অনুমতি দেয়া হয়েছে। এসব কর্মকাণ্ডে ‘সরকার হিন্দু তোষণ করছে’ বলে বিরোধীরা ব্যাপক প্রচারণার সুযোগ পেয়েছে।’
তিনি আরো বলেন, ‘২০১৩ সালের পুলিশের এসআই পদে নিয়োগে ১৫২০ জনের মধ্যে হিন্দু নিয়োগ দেয়া হয়েছে ৩৩৪ জন। ২০১১ সালে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইতে নিয়োগের ৯৩ জনের মধ্যে হিন্দু নিয়োগ করা হয়েছে ২৩ জন। সম্প্রতি ৬ষ্ঠ ব্যাচে সহকারি জজ পদে নিয়োগ দেয়া ১২৪ জনকে, এর মধ্যে ২২ জনই হিন্দু। এসব বিতর্কিত সিদ্ধান্তে মুসলমান দেশে মুসলমানদের প্রতি ব্যাপক বৈষম্যের দাবিই দৃঢ় হচ্ছে।’
হিন্দু প্রীতির অভিযোগ থেকে মুক্তি পেতে সংসদ ভবনে কোন পূজা করতে দেয়া যাবে না উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদে পূজার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করতে হবে। হিন্দু প্রধান বিচারপতি এস কে সিনহাকে অব্যাহতি দিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের নতুন মুসলিম প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে।’
এসময় মানববন্ধনে ফ্রান্সের পত্রিকা ‘শার্লি হেবডো’ মহানবীর ব্যঙ্গচিত্র ছাপানোর প্রতিবাদও জানানো হয়। প্রেসক্লাবের সামনে আওয়ামী ওলামা লীগসহ সমমনা ১৩ ইসলামিক দলের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেয়া সংগঠনগুলো হচ্ছে- সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদ, জাতীয় কুরআন শিক্ষা মিশন, বাংলাদেশ ওলামা মাশায়েখ ঐক্যজোট, বাংলাদেশ আওয়ামী ওলামা পরিষদ, কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত, বাংলাদেশ, হাক্কানী আলেম সমাজ, জাতীয় ওলামা পরিষদ, বাংলাদেশ এতিমখানা কল্যাণ সমিতি, ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদ, ঢাকা বিশ্ববিদ্যালয় সুন্নী ছাত্র ঐক্য, আমরা ঢাকা বাসী, বঙ্গবন্ধু ওলামা পরিষদ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন