- ২৬ জানুয়ারি ২০১৫: বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদের বক্তব্য আওয়ামী লীগ নেতাদের রাজনৈতিক ঘোষণার প্রতিধ্বনি বলে দাবি করেছেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্ত রক্ষার দায়িত্বে নিয়োজিত বাহিনীর প্রধান জনগণের ওপর গুলি চালানোর ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক ঘোষণার প্রতিধ্বনি করেছেন মাত্র। তিনি বলেন, কেউ অন্যায় করলে তাকে বিচারের জন্য আদালতে সোপর্দ করার সুযোগ রয়েছে। কিন্তু তাকে হত্যা করার অধিকার কোন বাহিনীকে দেয়া হয়নি। তার এ ঘোষণা ধৃষ্টতাপূর্ণ। ডা. শফিক বলেন, স্বৈরাচারী সরকার ক্ষমতায় আসার পর থেকে এ পর্যন্ত ৭ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এখন ৮ম বার বিদ্যুতের মূল্য বৃদ্ধির পাঁয়তারা করছে। বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে জনগণের দুর্ভোগ আরো চরম আকার ধারণ করবে। যা হবে দেশের দরিদ্র জনগণের জন্য মড়ার ওপর খাঁড়ার ঘা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির অন্যায় ও অযৌক্তিক সিদ্ধান্ত দেশের মানুষ মেনে নিবে না। তিনি ২০দলীয় জোটের ঘোষিত ৩৬ ঘণ্টার হরতাল কর্মসূচি আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত রাখতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।
উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন