৩১ জানুয়ারি ২০১৫: রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার পর সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের ইন্টারনেট ও ক্যাবল টিভির সংযোগও বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের প্রেস উইং এর কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানিয়েছেন, সকাল আটটার দিকে কার্যালয়ের ব্রডব্যান্ড ইন্টারনেট ও ক্যাবল টিভির সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এ বিষয়ে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে কিছু জানানো হয়নি। গত রাত পৌনে তিনটায় খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় ডেসকো। সংস্থাটির কর্মীরা জানিয়েছেন, গুলশান থানা পুলিশের নির্দেশে তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছেন। শুক্রবার বিকালে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান এক সমাবেশে খালেদা জিয়ার কার্যালয়ে গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেয়ার হুমকি দেন। এর কয়েক ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন