সাদিয়া চৌধূরী লিসা, ফিনল্যান্ড থেকেঃ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে
গ্রেফতারের প্রতিবাদে এক প্রতিক্রিয়া ফিনল্যান্ড বিএনপির সভাপতি জামান
সরকার বলেছেন, হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন চালিয়ে দাবি আদায়ের আন্দোলন
স্তব্ধ করা যাবে না। নির্দলীয় সরকারের ব্যবস্থা প্রবর্তন ও বর্তমান সরকারের
পতনের দাবিতে দেশবাসী আজ ঐক্যবদ্ধ।
ভোর রাতে বিএনপির কেন্দ্রীয়
কার্যালয়ে পুলিশী তান্ডব ও যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে গ্রেফতারের
তীব্র প্রতিবাদ জানিয়ে ফিনল্যান্ড বিএনপির সভাপতি বলেন, রাতের অন্ধকারে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবৈধভাবে তালা ভেঙ্গে বিএনপির কার্যালয়ে
প্রবেশ করে রুহুল কবির রিজভীসহ দুই জনকে গ্রেফতার করেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দলের কার্যালয়ে প্রবেশ করে এই বর্বরোচিত কান্ড আওয়ামীলীগের পুরোনো চরিত্রের বহিঃপ্রকাশ। এইসরকারের পতন অনিবার্য। এ পতন ঠেকানোর সাধ্য কারো নেই। তিনি দমন-পীড়ন উপেক্ষা করে অবরোধ কর্মসূচি চালিয়ে যেতে সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। এ সময়ে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, ফিনল্যান্ড বিএনপির সিনিয়র
সহসভাপতি বদরুম মনির ফেরদৌস, সহসভাপতি মোঃ আওলাদ হোসেন, সহসভাপতি নাসির
খান, আদুল্লাহ আল মাসুদ, সাধারন সম্পাদক মিজানুর রহমান মিঠু, যুগ্ম সম্পাদক
নিজামউদ্দিন নিজাম, তাপস খান, ফিনল্যান্ড যুবদলের সভাপতি মোঃ আনোয়ার
হোসেন, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ইব্রাহিম খলিল,
ফিনল্যান্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাজুল ইসলাম, সাধারন সম্পাদক রাইসুল
ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, নাসির উদ্দিন মজুমদার, মোস্তাক
সরকার, নাজমুল হাসান, আরিফ আহমেদ, গাজী জসিম, সাজিদ খান জনি, ফাহমিদ উস
সালেহীন প্রমুখ। বিজ্ঞপ্তি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন