বাসে বোমা মেরে মানুষ পুড়িয়ে বিরোধীদলকে শায়েস্তা করার নৃশংস কৌশল নিয়ে
আবারো মাঠে সক্রিয় নানক-আজম বাহিনী। গত ২৬ নভেম্বর বিরোধী দলের অবরোধ
চলাকালে ঢাকা শিশুপার্কের কাছে যাত্রীবাহী বাসে বোমা মেরেছে মাসুদ নামের এক
ব্যক্তি। মাসুদ আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের বিশ্বস্ত কর্মী। ঐ
বাসের একজন যাত্রী রাশেদা ঘটনার প্রত্যক্ষদর্শী।
জানা গেছে আদাবর
১৬ নং বস্তির বাসিন্দা রাশেদা একটি প্যাথলজিক্যাল ল্যাবে ক্লিনারের কাজ
করেন। রাশেদার ফোন নাম্বার ০১৮১৮০৬৯০২৬। রাশেদা গোটা ঘটনা শাহবাগ পুলিশকে
জানায় এবং আরো জানায়, মাসুদ তার পুর্ব পরিচিত এবং সে মাসুদকে পেট্রোল বোমা
মারতে দেখেছে। পুলিশ দ্রুত তদন্তে নেমে ঘটনার সাথে নানকের সংশ্লিষ্টতা পেয়ে
তদন্ত থামিয়ে দেয়। পরদিন থেকে রাশেদাকে খুজে পাওয়া যাচ্ছে না। একটি
জনপ্রিয় টেলিভিশনের একজন সাংবাদিকের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন একই
বস্তিতে বসবাসকারী রাশেদার সহকর্মী সালমা। এ ঘটনা নিয়ে গোয়েন্দা বিভাগে
ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। (তথ্যসূত্রফেসবুক)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন