ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ১১ জানুয়ারী, ২০১৪

বিরোধী-অস্তিত্ব বিলুপ্ত করতে চান হাসিনা



১১ জানুয়ারি সকাল ৯টা ২০ মিনিট৷ এখনও সূর্যের আলো ভালো করে ফোটেনি৷ বিমান থেকে বাংলাদেশকে ঘোলাটে লাগছে৷ ঘন কুয়াশায় মোড়া রাজধানী ঢাকা৷ প্রবল ঝুঁকি নিয়ে কিছুক্ষণের মধ্যেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি ছুঁলো জেট এয়ারওয়েজের বিমান৷ উত্তাল রাজনৈতিক পরিস্হিতির মধ্যে যথেষ্ট ঝুঁকি নিয়েই পা রেখেছি বাংলাদেশের মাটিতে৷ এই সংবাদ যখন পাঠাচিছ তখন অনেকটাই বদলে গিয়েছে গত এক বছরের রাজনৈতিক সমীকরণ৷ গত তিন মাসে সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে লাগাতার সঙঘর্ষে প্রাণ হারিয়েছেন দু'শোরও বেশি মানুষ৷ প্রধান বিরোধী দল বিএনপি ভোট বয়কট করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন আওয়ামি লিগের ২২৯ জন সাংসদ৷ ফের ক্ষমতায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামিকাল রবিবার নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে৷ কিন্ত্ত এই মুহূর্তে আলোচ্য বিষয়, বিরোধীদের বিলুপ্ত করে নতুন মন্ত্রিসভা গঠনের ছক কষছেন হাসিনা৷
নির্বাচনে অংশগ্রহণ না করায় বিএনপি-জামাত জোটকে সরিয়ে এবার বিরোধী দলের আসনে থাকার কথা এরশাদের জাতীয় পার্টির৷ বিরোধী নেত্রী হয়েছেন রওশন এরশাদ৷ কিন্ত্ত দলীয় সূত্রের খবর, বিরোধী দলকেও মন্ত্রিসভায় টেনে আনতে চাইছেন হাসিনা৷ জাতীয় পার্টির সদস্যরা অনেকেই মন্ত্রী হতে চান৷ তাঁদের গুরুত্বপূর্ণ পদে মন্ত্রী করার টোপ দিয়ে মন্ত্রিসভায় এনে বিরোধী দলের অস্তিত্বকে কার্যত বিলুপ্ত করে দিতে চান প্রধানমন্ত্রী৷ আওয়ামি লিগের ২২৯ জন সাংসদের পাশাপাশি এরশাদের পার্টির সাংসদরাও এবার হাসিনার তৃতীয় মন্ত্রিসভায় বসতে চলেছেন কি না সেটাই এখন দেখার৷ জাতীয় পার্টি চাইছে মন্ত্রিসভায় তাঁদের দলের কমপক্ষে ভ্লঙ্ম জন মন্ত্রী থাকুক৷ এর থেকে কম হলে সামাল দেওয়া সম্ভব হবে না জানিয়েছেন বিরোধী নেত্রী রওশন এরশাদ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, "ঐকমত্যে'র সরকার গঠন হবে৷ চাই জাতীয় পার্টি সরকারেও থাকবে, বিরোধী দলেও থাকবে৷" লোক দেখানো বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি থাকলেও কার্যত তারা হাসিনার অনুগতই থাকবে৷ কোনও বিরোধী দল না থাকলে দেশের রাজনীতি অসম্পূর্ণ থেকে যাবে এবং দেশ পিছিয়ে পড়বে বলে আশঙ্কা করছে বাংলাদেশের বুজিীবী মহল৷
অন্যদিকে নতুন মন্ত্রিসভায় যাতে দুর্নীতিবাজদের ঠাঁই দেওয়া না হয়তার জন্য হাসিনার কাছে লিখিত অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক৷ গত মন্ত্রিসভায় যাঁরা ভাল কাজ করেছেন শুধু তাঁদের রেখে বাকিদের বাদ দেওয়া হোক, এ কথা জানিয়ে লেখক-শিল্পী-বুজিীবী মহলের তরফে এই অনুরোধপত্র জমা দিয়েছেন হাফিজউদ্দিন খান, হামিদা হোসেন, শামসুল হুদা, আবুল মকসুদরা৷ তাঁদের কথায়, এর আগে নির্বাচনী ইস্তাহারে হাসিনা দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রতিশ্রূতি দিলেও গত মন্ত্রিসভায় অধিকাংশেরও বেশি মন্ত্রীই দুর্নীতি, তোলাবাজি, ঘুষ নেওয়ার মতো অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন৷ তাঁদের রোজগারের সঙ্গে সঞ্চয়েরও কোনও সম্পর্ক নেই৷ গত মন্ত্রিসভার পর এবার নির্বাচনের আগে তাঁদের আয়ের হিসাবে দেখা গিয়েছে অনেকেই দেড় কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন৷ জমির পরিমাণও ৩০০ একর থেকে হয়েছে প্ত হাজার একর৷ হাসিনা অবশ্য ফের দুর্নীতিমুক্ত সরকার গঠনেরই প্রতিশ্রূতি দিয়েছেন৷ 
এদিকে নির্বাচন বয়কট করে দেশজুড়ে জামাত হিংসা ছড়াচ্ছে বলে অভিযোগ৷ কিন্তু এই মুহূর্তে জামাতের নাম করে আওয়ামি লিগের ছাত্র সংগঠন, কর্মী-সমর্থকরাই বিভিন্ন্ জায়গায় সঙঘর্ষে লিপ্ত হচেছ৷ এই অভিযোগের জবাবে শনিবার চিন মৈত্রী সম্মেলন ক্ষেত্রে ‘আন্তর্জাতিক মেলা'র উদ্বোধন করে হাসিনা বলেন, "হামলাকারীরা যে দলেরই হোক না কেন শীঘ্রই তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্হা নেওয়া হবে৷"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন