লন্ডনে থেকে দেশে ফেরার দুইদিন পর নিজ কার্যালয়ে অফিস করলেন বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রাত পৌনে ৯টায় গুলশানের ‘ফিরোজা’র বাসা থেকে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারপারসন।
কার্যালয়ে এসে পৌঁছালে বেগম খালেদা জিয়াকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুক, সাবিহ উদ্দিন আহমেদ, রুহুল আলম চৌধুরী, আবদুল কাইয়ুমসহ জ্যেষ্ঠ নেতা-কর্মীরা।
এ সময়ে মহিলা দলের নুরে আরা সাফা, শিরিন সুলতানা, রাবেয়া সিরাজ, ফরিদা ইয়াসমীন, শাম্মী আখতারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গাড়ির দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নেত্রীকে স্বাগত জানায়।
গত ২১ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষা ও ছেলে তারেক রহমানের সঙ্গে ঈদ করে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান তিনি।
কার্যালয়ে ঢুকে দলের নেতা-কর্মীদের সাক্ষাৎ করেন বেগম খালেদা জিয়া।
এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারপারসন চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, উপদেষ্টামন্ডীর সদস্য ওসমান ফারুক, খন্দকার মাহবুব হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, মীর নাসির, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, মোস্তাফিজুর রহমান বাবুল, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন, এবিএম মোশাররফ হোসেন, শ্রমিক দলের আনোয়ার হোসেইন, ছাত্র দলের বজুলল করীম চৌধুরী আবেদ প্রমূখ নেতৃবৃন্দের সাথেও বেগম জিয়া সাক্ষাৎ করেন।
তিনি সর্বশেষ চেয়ারপারসন কার্যালয়ে অফিস করেছেন গত ১৪ সেপ্টেম্বর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন