ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

শনিবার, ১১ এপ্রিল, ২০১৫

বিএনপির দপ্তরের দায়িত্ব পেলেন রিপন

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দপ্তরের দায়িত্ব দেয়া হয়েছে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপনকে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে। শুক্রবার বিকালে নয়াপল্টন কার্যালয়ে এসে অফিস করেন তিনি। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর গত ৪ঠা এপ্রিল নয়াপল্টন কার্যালয়ের তালা খোলার মধ্য দিয়ে দলীয় কার্যক্রম শুরু হয়। দুদিন পর সেখান থেকে খালেদা জিয়াসহ বিএনপির নামে বিবৃতি ও শোকবার্তা গণমাধ্যমে পাঠানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, রিজভী আহমেদ গ্রেপ্তারের পর দায়িত্ব পালন করছিলেন আরেক যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। গত ১০ই মার্চ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। এরপর দায়িত্ব পালন করেন যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু। তবে বিভিন্ন সময় সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহীনের নামে দলের বিবৃতি পাঠানো হয় গণমাধ্যমে। সূত্র জানিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে শুক্রবার বিকালে অফিস করছেন ছাত্রদলের সাবেক সভাপতি রিপন। বাদ আসর কার্যালয় নিচতলায় আরাফাত রহমান কোকোর দোয়া মাহফিল শেষে তিনি কার্যালয়ে প্রবেশ করেন এবং দপ্তর ঘুরে দেখেন। এদিকে কার্যালয়ে মূল ফটকের সামনে রেজিস্ট্রার খাতা খোলা হয়েছে। কার্যালয়ে কারা প্রবেশ করছেন, তাদের নাম ঠিকানা ওই খাতা লিপিবদ্ধ করছে দলের অফিস কর্মীরা। জানা গেছে, নিরাপত্তার স্বার্থে খুব শিগগিরই কার্যালয়ে সিটি টিভি লাগানো হবে।
উৎসঃ ঢাকার নিউজ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন