বাংলাদেশ বার্তা: ৭ এপ্রিল ২০১৫: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে এবং তার মুক্তির দাবীতে আহুত হরতালের সমর্থনে চান্দগাঁও থানা জামায়াত নগরীর বহদ্দারহাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। বিক্ষোভকারীরা প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়ে। তারা জামায়াত নেতার মুক্তিদাবী করে মুহুর্মু শ্লোগান দিতে থাকে।
চান্দগাঁও থানা জামায়াত নেতা আবু জাওয়াদের নেতৃত্বে অনুষ্বিঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে এম. আলতাফ, আর.ইসলাম, ওসমান, শিবির নেতা রানা প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
প্রতিবাদ সমাবেশে জামায়াত নেতা কামারুজামানকে নির্দোষ দাবী করে বলেন, জামায়াত নেতৃবৃন্দ প্রতিহিংসার রাজনীতির শিকার। নেতৃবৃন্দ আরো বলেন, রিভিউ আবেদন গৃহীত হলে এবং নিরপেক্ষভাবে রিভিউ করা হলে তিনি বেকসুর খালাস পেতেন। নেতৃবৃন্দ প্রতিবাদ ও মুক্তির দাবিতে আহুত হরতাল সফল করার জন্য সকলের প্রতি আহবান জানান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জানের ফাঁসির রায় বাতিল করে মুক্তি প্রদানের দাবী জানান নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন