বাংলাদেশ বার্তা: ৭এপ্রিল ২০১৫: সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিচার বিভাগীয় ষড়যন্ত্রের মাধ্যমে কামরুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করছে
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা হরতালে চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন থানায় শিবিরের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে হরতালের সমর্থনে লোহাগাড়ার চুনতি, বাশঁখালীর নাপোড়া, চাম্বল, পুকুরিয়া, সাতকানিয়ার কেরানিহাট, চরতি, পটিয়ার মনসার টেক, বোয়ালখালীর কালাইয়ার হাটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করে শিবির নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ বলেন, মুক্তিযোদ্ধা চলাকালিন সময়ে ১৭ বছরের একজন কিশোরকে যুদ্ধাপরাধি বানিয়ে সরকার জামায়াত নেতা কামরুজ্জামানকে হত্যা ষড়যন্ত্রে মেতে উঠেছে। অবৈধ সরকারের রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিচার বিভাগীয় ষড়যন্ত্রের মাধ্যমে কামরুজ্জামানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। যা কোন বিবেকবান মানুষ মেনে নিতে পারে না। যদি কামরুজ্জামানকে অন্যায়ভবে হত্যা করার চেষ্টা করা হয় তাহলে ছাত্রশিবির ছাত্রজনতাকে সাথে নিয়ে এমন প্রতিরোধ গড়ে তুলবে যা মোকাবেলা করার ক্ষমতা অবৈধ সরকার বা তার সহযোগিদের থাকবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন