‘যারা আমার স্বামী নজরুল ইসলামকে পনের দিনের মধ্যে হত্যার হুমকি দিয়েছিল এজাহারভুক্ত সেই পাঁচ আসামীকে রহস্যজনক কারণে চার্জশিট থেকে অব্যাহতি দেয়া হয়েছে। আইনজীবীদের সাথে আলোচনা করে আগামীতে এ চার্জশিটের বিরুদ্ধে নারাজী দরখাস্ত দাখিল করবো।
গতকাল বৃহস্পতিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় একদল সাংবাদিকের সাথে কথা বলার সময় ক্ষোভ প্রকাশ করে একথা বলেছেন, বর্তমানে নাসিকের ২নং ওয়ার্ডের কাউন্সিলর নিহত নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
গত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের ঘটনায় নারায়ণগঞ্জে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত করে কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ওসি মামুনুর রশিদ মন্ডল চার্জশিট দাখিল করেন। এতে ৩৫ জনকে অভিযুক্ত ও ১৬ জনকে অব্যাহতি দেয়া হয়। এদের মধ্যে এজাহারভুক্ত পাঁচজন হলেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াসিন মিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, মোঃ ইকবাল, হাসমত আলী হাসু ও আনোয়ার হোসেন। উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন