ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০১৫

জামাত আপোষ করেনি বলেই নিরপরাধ কামরুজ্জামানের ফাঁসি : ব্যারিস্টার আবু বকর মোল্লা


ණ☛ বাংলাদেশ জামায়াতে ইসলামী এর ইউরোপ মুখপাত্র জননেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা বলেছেন, জামায়াতে ইসলামী জালিম হাসিনা আর অবৈধ আওয়ামীলীগ সরকারের সাথে আপোষ করেনি বলে নিরপরাধ কামারুজ্জামানের ফাঁসির রায় দেয়া হয়েছে, এ রায় সম্পূর্ণ কাল্পনিক, অলিক এবং ইসলামী রাজনীতি নিধনের প্রতিফল। 
ණ☛ জামায়াত আওয়ামীলীগের সাথে আপোষ করলে এ রায় কোনভাবেই আসতো না জানিয়ে মোললা বলেন, জামায়াত কোনদিন ভুলেও বাতিলের কাছে মাথা নত করে নি, করবেও না ইনশাল্লাহ, বাতিলের বিরুদ্বে আমরণ রাজপথে থেকে দেশ কে উদ্ধার করতে চায় জামায়াত। 

ණ☛ মোললা বলেন, ইসলামী আন্দোলনে ফাঁসি বা মৃত্যু ভয়ের কোনো বিষয় নয়, শাহাদাতের পথ বেয়ে ইসলামী জনতার বিজয় হবেই হবে, ফাঁসি আর মৃত্যু দিয়ে এ বিজয় কে পরাজিত করা যায় না। 
ණ☛ বন্ধু দলগুলোর নিরবতা নিয়ে মোল্লা কে প্রশ্ন করলে তিনি জানান, মুনাফিকের জায়গা আল্লাহর জমিনে কোথাও নেই, সময় মুনাফিকদের নাজেহাল করবে। টিভি বিতার্কিক মোললা দাবি করেন, জামায়াত নেতা কামারুজ্জামান সম্পূর্ণ নির্দোষ, নিরপরাধ। ইসলামী রাজনীতি আর অগাধ জনপ্রিয়তা তার কাল হয়ে দাঁড়িয়েছে। অবিলম্বে কামারুজ্জামান কে মুক্তি দেয়ার উদাত্ত্ব আহবান জানান তিনি। 
News Organ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন