নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ইমরুল কায়েস (৩৪) কে তিনদিন গুম করে রাখার পর সরাসরি গুলি করে হত্যা করার পর বন্দুকযুদ্ধের নাটক সাজিয়েছে পুলিশ। ওয়ার্ড কাউন্সিলর ইমরুল কায়েস গত সপ্তাহে ঢাকায় আসেন। এরপর গত বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। আজ গণমাধ্যমের সংবাদে তার মৃত্যুর খবর পায় পরিবার।
নিহতের স্ত্রীর খালাতো ভাই এডভোকেট জাহিদুর রহমান জানান, তার গ্রামের বাড়ি নড়াইলের দুর্গাপুর উপজেলায়। তিনি নড়াইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তার বাবার নাম আনোয়ার মোল্লা। ইমরুল কায়েস বিবাহিত। তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে।
তিনি আরো জানান, ইমরুল একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। ঢাকা আসলে তিনি রাজধানীর ওয়ারী এলাকার দক্ষিণ মুন্সীদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক স্বজনের বাসায় থাকতেন। গত সপ্তাহে তিনি ঢাকায় আসেন। এরপর বৃহস্পতিবার নিখোঁজ হন।
এদিকে লাশের কাছে কাউকেই যেতে দিচ্ছে না সরকারের পেটোয়া বাহিনী।
আন্দোলনে ধরাশায়ী অবৈধ স্বৈরাচারী সরকার আন্দোলন দমাতে আবারো গুম খুনের পথ বেছে নিয়েছে। ক্ষমতার নেশায় তাই একের পর এক মানবাধিকার লঙ্ঘন করে চলেছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন