তুমি প্রতিবন্ধী হয়েও ছাত্রদল-যুবদল-বিএনপির সুস্থ্য কর্মীদের দেখিয়ে দিলে, কিভাবে সাহস নিয়ে প্রতিবাদ করতে হয়!!
দেলোয়ার নামে এই শারীরিক প্রতিবন্ধী। তার বুকে ও পিঠে লেখা ছিল ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ স্লোগান। এসে দাঁড়িয়েছিল নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে, সঙ্গে সঙ্গে পুলিশ তাকে ধরে নিয়ে যায়।
সে বলে "‘আমিতো কোনো সংহিংসতা করতে আসিনি। আমি একা এসেছি। আমার অধিকার আছে প্রতিবাদ জানানোর। আপনারা আমার অধিকারটুকু কেন কেড়ে নিচ্ছেন।’"
কিন্তু কে শোনে কার কথা। তার গণতন্ত্র মুক্তি পাক স্লোগান মুক্তির বদলে হয়ে পড়লো বন্দি। একজন প্রতিবন্ধীর প্রতিবাদের ভাষাটুকুও কেড়ে নিল পুলিশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন