পুলিশের গুলি ঠেকাতে রাজধানী ঢাকার এক অংশকে আরেক অংশ থেকে বিচ্ছিন্ন করে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।
স্থানীয় সময় রবিবার রাত ১২টা ২০ মিনিটে ইস্ট লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে এক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
‘৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা ও কালো দিবস’ উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক বলেন, শেখ হাসিনা বিদায় না হওয়া পর্যন্ত আন্দোলন থামানো যাবে না। কারও কথায় বিভ্রান্ত হবেন না। আন্দোলন সফল না হওয়া পর্যন্ত গন্তব্যের দিকে এগিয়ে যেতে হবে।
‘এই আন্দোলন ব্যর্থ হলে সবচেয়ে বড় ক্ষতি হবে এই দেশের, এই দেশের মানুষের এবং আমার তৃণমূল নেতকর্মীদের। তাই হাসিনা পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচনের অধীনে নির্বাচন না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে’ যোগ করেন তিনি।
তরুণদের উদ্দেশে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান বলেন, ‘এ দেশ সবার। কেবল ফেসবুকে পড়ে থাকলে হবে না। বিএনপির তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে রাজপথে নেমে আসতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে।’
তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি বানচাল করতে ঢাকাকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। সোমবার থেকে বিএনপি নেতাকর্মীদের কাজ হবে ঢাকার এক অংশকে আরেক অংশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া যাতে পুলিশ গুলি চালাতে না পারে।’
বিএনপি চেয়ারপারসনকে অন্তরীণ করে রাখার সমালোচনা করে তারেক রহমান বলেন, ‘মাকে আটকে রাখলে উনাকে উদ্ধারে সন্তানদের যা করতে হয়, তেমনি আমাদের নেত্রীকে উদ্ধারে তৃণমূল নেতাকর্মীদেরও তাই করা উচিত।’
উৎসঃ আরটিএনএন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন