বাংলাদেশ বার্তাক: য়েকটি গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ‘মহাখালীতে ককটেল, গানপাউডারসহ শিবির নেতা আটক’ শীর্ষক খবরের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্রশিবির। এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার ও সেক্রেটারি জেনারেল মো. আতিকুর রহমান বলেন, নানা ষড়যন্ত্র করেও গণতন্ত্রের মুক্তির জন্য ছাত্রজনতার
গণআন্দোলনকে নস্যাৎ করতে না পেরে এখন পুরোনো নাটক শুরু করেছে প্রশাসন। মহাখালীতে ঘুমন্ত অবস্থায় শিবির নেতা-কর্র্মীদের গ্রেফতার করে ককটেল বিষ্ফোরক নাটক সাজিয়েছে পুলিশ। এর রকম নাটক তারা এর আগেও বিরোধী দলের বহু নেতা- কর্মীর বেলায় করেছে। আর প্রথম আলো, বিডিনিউজ, বাংলানিউজের মত গণমাধ্যমও যাচাই বাছাই না করে অভ্যাসমত ছাত্রশিবিরকে জড়িয়ে অপপ্রচার
শুরু করেছে। সংবাদ সম্মেলনে শুধু পুলিশের মিথ্যা বক্তব্য ছাড়া অভিযুক্তদের কোনো কথা বলতে দেয়া হয়নি। মূলত আটককৃত নেতা-কর্মীদের সাথে এই ককটেল নাটকের দূরতম কোনো সম্পর্ক নেই। আসলে গণআন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে একটি বিশেষ মহলের ইশারায় এ নাটক সাজানো হয়েছে। নেতৃবৃন্দ বলেন, নিরীহ ছাত্রদের গ্রেফতার করে এই অমানিবক নাটকের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে। তাদের মনে রাখা উচিৎ পুলিশ ও গণমাধ্যম উভয়কেই জনগণ বন্ধু হিসেবে চায় কোনো বিশেষ গোষ্ঠীর ক্রিড়নক হিসেবে নয়। নেতৃবৃন্দ এ ধরণের মিথ্যা ও ভিত্তিহীন প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট প্রতিবেদকবৃন্দ ও গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন