বাংলাদেশ বার্তা : অবৈধ আওয়ামী সরকারের পাহারাদার ও নব্য রক্ষীবাহিনী-ক্ষ্যত বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির মহাপরিচালক সহ পুলিশের আইজিপি এবং র্যাবের ডিজির দায়িত্বজ্ঞানহীন দলীয় ও পক্ষপাতিত্ত্বমূলক বক্তব্যের চরম নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি অস্ট্রেলিয়া। গত ১৭ জানিয়ারী সিডনীর ল্যাকেম্বাতে এক প্রতিবাদ সভা থেকে আঈন শৃংখলা বাহিনীর এই তিন প্রধানের অপসারন দাবী করা হয়।
সমাবেশে বিএনপি নেতারা আঈন শৃংখলা বাহিনীর সর্বোচ্চ পর্যায় থেকে এরকম বিপদজন বক্তব্যের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা মনে করেন এরকম বক্তব্য শুধু সংঘাতই বৃদ্ধি করবে।
প্রতিবাদ সমাবেশে বক্তৃতা করেন অস্ট্রেলিয়া বিএনপির ভারপ্রাপ্য আহবায়ক ব্যারিস্টার নাসিরুল্লাহ,। তিনি বলেন, কোনো বাহিনীর প্রধান এরকম নির্লজ্জভাবে সরকারের পদলেহন করতে পারে এটা কল্পনাতীত। প্রতিবাদী জনতার বুকে গুলি চালানোর নির্দেশ কোন সরকারী বাহিনীর প্রধান দিতে পারে না। এটা নিশ্চিত ভাবে আঈন ও মানবাধিকার পরিপন্থি।
সংক্ষিপ্ত বক্তব্যে অস্ট্রেলিয়া বিএনপির যুগ্ন-আহবায়ক নাফিস আহমেদ বলেন, অধিকার আদায়ের আন্দোলনে স্বৈরাচারের পাহারাদার বাহিনীরা আজীবন গুলি চালিয়েছে কিন্তু শেষ রক্ষা হয়নি, এবারো হবে না। সময় আসলে প্রত্যেক কৃতকর্মের হিসাব নেওয়া হবে।
এছাড়া আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের সাবেক সভাপতি ও অস্ট্রেলিয়া বিএনপির সদস্য সচিব মোঃ রাশেদুল হক। তিনি বলেন, গোপালগঞ্জের কিছু পাহারাদার দিয়ে শেখ হাছিনা আর খুব বেশিদিন টিকে থাকতে পারবে না। নিজেদের পতন নিশ্চিত জেনেই হাছিনার পাহারাদারেরা মরন কামড় দিতে চায়। একারণে তারা জনগণের টাকায় বেতন নিয়ে জনগনকেই গুলি করার হুমকি দিচ্ছে।
সভার অন্যান্নের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়ার যুগ্ন-আহবায়ক আশরাফুল ইসলাম, মারুফুল ইসলাম,, বাংলাদেশ কমিউনিটি কাউন্সিলের আহবায়ক মোঃ সারোয়ার হোসাইন, যুগ্ন-সদস্যসচিব জয় আহমেদ সুলতান, মোঃ আমিনুল ইসলাম সোহেল, পলাশ আহমেদ, আরিফুর রহমান, মো ফরিদ মিয়া,পলাশ আহমেদ, শহিদুল্লাহ, নিউ সাউথ ওয়েলস যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলিম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ হাসেম আলী।
অস্ট্রেলিয়া ছাত্রদলের সভাপতি মোঃ মশিউর রহমান তুহিন ও সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমেদ আদনান, যুবদলের রাকিবুল আলম অপু,আখতারুজ্জামান রাশেদ, আরিফুল ইসলাম আকাশ, মোঃ শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, মোঃ শিশির, মোঃ আসাদ, মোঃ ফারুক, মোঃ রফিক, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা আবিদা সুলতানা, আফরোজা কলি, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের নেতা আসাদুল হক, জাকির হোসেন, আশোয়াদুল হক, মিলন ও শহিদুল্লাহ।
উৎসঃ আমার দেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন