বাংলাদেশ বার্তা : অধ্যাপক মুনতাসির মামুন বলেছেন, বিএনপি-জামায়াত একই দল। তাদেরকে একসঙ্গে দমন করতে হবে। একসঙ্গে নিষিদ্ধ করতে হবে।
সোমবার রাজধানীর ধানমন্ডির ‘ডব্লিউভিএ’ মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াত যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার চায় না। বিএনপিও সেভাবে যুদ্ধাপরাধীদের বিচার চায় না। জামায়াত যেভাবে ধর্ম নিরপেক্ষতার কথা বলে, বিএনপিও সেভাবে ধর্ম নিরপেক্ষতার কথা বলে। তাই জামায়াত ও বিএনপিকে একসঙ্গে দমন করতে হবে।
মুনতাসির মামুন বলেন, একাত্তরে যেজন্য যুদ্ধ করেছি, এখন সেই যুদ্ধ চলছে। পৃথিবীতে মানবতাবিরোধী অপরাধ হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম অপরাধ। ইসলাম ধর্মে মানবতাবিরোধী অপরাধকে কবিরা গুনাহর সঙ্গে তুলনা করা হয়েছে। তাই বিএনপি-জামায়াতকে একসঙ্গে নিষিদ্ধ করতে হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ব্যারিস্টার তুরিন আফরোজ প্রমুখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন