এবার মুখ খুলতে শুরু করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা; আ.লীগকে চড়া মূল্য দিতে হবে : বললেন ড.আকবর আলি খান
মধ্যবর্তী নির্বাচন ছাড়া চলমান সংকট উত্তরণের কোনো পথ নেই বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলি খান। চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় সম্পর্কে জানতে চাইলে শুক্রবার এতথ্য জানান সাবেক এই মন্ত্রিপরিষদ সচিব। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টা বলেন, সরকার যা করছে, সেটা সমর্থন করার মতো নয়। এ জন্য একসময় তাদের চড়া মূল্য দিতে হবে। তারা বিরোধী দল বিএনপিকে দমন-পীড়নের জন্য কখনো হার্ডলাইনে, কখনো সফটলাইনে কর্মকাণ্ড চালাচ্ছে। গত কয়েক বছরে সফটলাইন আর হার্ডলাইনের সূচক ওঠানামা করেছে। এখন যা করছে, তা সহনীয় মাত্রা ছাড়িয়ে গেছে।’
তিনি বলেন, ‘সরকারের এখনকার আচরণ গণতান্ত্রিক শিষ্টাচার-বহির্ভূত। তাদের পক্ষ থেকে যা বলা হচ্ছে, বাস্তবে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তারা সত্য বলছে না। যা করে যাচ্ছে, বলে বেড়াচ্ছে তার উল্টোটা। গণতান্ত্রিক রাষ্ট্রে এমনটা চলতে পারে না। এভাবে চললে রাজনীতির প্রতি মানুষের আস্থা নষ্ট হবে। সবার আগে বিশ্বাসযোগ্যতা হারাবে আওয়ামী লীগ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন