বাংলাদেশ বার্তা: তারিখঃ ১২ জানুয়ারি ২০১৫ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর সহকারী সেক্রেটারী মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেছেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনগণের কল্যাণে কাজ করে না। তীব্র শীতে সারা দেশে জনদুর্ভোগ সৃষ্টি হলেও সরকার দুর্গত মানুষর সাহায্যার্থে এগিয়ে আসেনি। মূলত গণমানুষের সকল সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের হলেও দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠিত না থাকায় মানুষ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। তাই মানুষের সকল সমস্যার সমাধানে দেশ কল্যাণে রাষ্ট্রে পরিণত করার কোন বিকল্প নেই। তিনি শান্তির সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
তিনি আজ রাজধানীতে রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উত্তরা আদাবর থানা আয়োজিত দরিদ্র ও শী্তার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। থানা আমীর মাওলানা দেলাওয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর আলী আকরাম মোহাম্মদ ওজায়ের, জামায়াত নেতা আজিজুল হক ও কামাল আখতার কোরাইশী প্রমূখ।
মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া বলেন, জামায়াত একটি কল্যাণকামী ও আদর্শ রাজনৈতিক দল। দেশ ও জাতির ক্রান্তিকালে আমরা আমাদের সীমিত সামর্থ নিয়ে গণমানুষের দুঃখ-কষ্ট, আনন্দ-বেদনার সাথে একাত্ব হয়েছি। মানুষের জন্য জামায়াতের এই কল্যাণকামীতা আগামী দিনের জন্যও অব্যাহত থাকবে। কিন্তু সরকারের প্রতিহিংসা, অপরাজনীতি, জুলুম ও নির্যাতনের কারণে আমরা জনগণের জন্য যথাযথভাবে কাজ করতে পারছি না। সরকার আমাদেরকে বাধাহীনভাবে কাজ করতে দিলে আমরা আরও বেশী সাহায্য নিয়ে জনগণের কাছে হাজির হতে পারতাম। মূলত আওয়ামী লীগ সরকার গণবিচ্ছিন্ন হয়ে গণবিরোধীতায় লিপ্ত হয়েছে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ফ্যাসীবাদী ও স্বৈরাচারী আওয়ামী অপশক্তির পতনের কোন বিকল্প নেই। তিনি জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে সকলকে দুর্বার গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহবান জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন