তৃতীয় মাত্রায় ডা: জাফরুল্লাহ চৌধুরী |
‘হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে সুষ্ঠ নির্বাচন হতে পারে না’ শাহরিয়ার-মুনতাসিরদের কারনে হাসিনা আজ এতটা একরোখা-চ্যানেল আইয়ের আজকের তৃতীয় মাত্রায় ডা: জাফরুল্লাহ চৌধুরী একথা বলেন। তিনি বলেন, যে শাহরিয়ার কবীরের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানীদের জন্য মুরগি সরবরাহের অভিযোগ রয়েছে। মুনতাসির মামুন যুদ্ধে যাওয়ার বয়স থাকা সত্ত্বেও অংশ গ্রহণ করেনি। অথচ এই এদের কারনেই হাসিনা আজ এতটা একরোখা হয়েছে। তিনি আরো বলেন, শেখ হাসিনা পদ্মা সেতুর দুর্নীতির সাথে জড়িতরা তার আত্মীয় হতে পারে না। অথচ নিক্সন বলেছেন, উনি অস্বীকার করলেও তার আত্মীয়। তিনি বলেন, হাসিনাকে প্রধানমন্ত্রী রেখে সুষ্ঠ নির্বাচন হতে পারে না। আওয়ামী লীগ ‘৭৫ সালে বাকশাল করে যে রকম পঁচেছিল, আজকে ফ্যাসিজমের মাধ্যমে আবার কালিমা লেপন করছে। তিনি বলেন, কথায় কথায় বলা হচ্ছে যুদ্ধাপরাধের বিচার হলে আত্মা শান্তি পাবে। আমার আত্মা শান্তি পাবে জয়গনের অভাব মোচন হলে। দেশে যুদ্ধাপরাধী কতজন? সংখ্যা আমাদেরকে বলতে হবে? একটা লাইন টানতে হবে। আমরা যুদ্ধাপরাধের বিচার চাই। কিন্তু এটাকে ইস্যু বানিয়ে আত্মার শান্তি পাওয়ার কিছু দেখিনা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন