২০ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধে পুলিশ পাহারায় মহাসড়কে পণ্যবাহী যান চলাচল করায় অবরোধে ভিন্ন ধরনের পদ্ধতি ব্যবহার করেছে বগুড়ার অবরোধ সমর্থকরা।
গাড়ি চলাচল ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে অবরোধকারীরা। তাই তারা একের পর এক কৌশল বের করে মহাসড়ক অবরোধ করে রাখছে।
শনিবার বগুড়া জেলায় নতুন কৌশল করে গাড়ি অবরোধের বিষয়টি ছিল টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে। এছাড়া, বিভিন্ন চা স্টলের আড্ডায় লোকেমুখে একটাই কথা তা হলো- ডিজিটাল পদ্ধতিতে মহাসড়ক অবরোধ সারা দেশের মধ্যে বগুড়াতেই প্রথম।
এই ডিজিটাল পদ্ধতিটি হলো মহাসড়কে লোহার তৈরি হাজার হাজার তাঁরকাটা ফেলে রেখে গাড়ির চাকা পাংচার করা। এরকমই ঘটনা ঘটেছে বগুড়ার মহাসড়কে।
যৌথবাহিনীর পাহারায় বগুড়ার উপর দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পণ্যবাহী গাড়িবহর চলাচলের সময় বগুড়ার মাটিডালি বিমান মোড় থেকে কিছুদুর পথ পাড়ি দিতেই একের পর এক ট্রাকের চাকা পাংচার হতে থাকে।
উৎসঃ ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন