তুরস্কের অর্থনীতি বেশী ভাল নয় কিন্তু এত ধনী ধনী দেশ গুলুকে পেছনে ফেলে মানবিক সহযোগিতায় তারা বিশ্বের
সকল দেশকে ছাড়িয়ে প্রথম স্থান অর্জন করেছে আশা করি এটা অন্যান্য মুসলিম
দেশেকেও উৎসাহিত করবে। তুরস্কের জনগন বলে থাকেন এটা উসামানীদের রেখে যাওয়া
একটি মিরাস। তারা যেমনি ভাবে পৃথিবীর যে প্রান্তেই মানুষ নির্যাতিত নিপীড়িত
হোক না কেন সেখানেই তাদের সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেন মানুষকে মুক্ত
করার জন্য। এরই অংশ হিসাবে ১৯৭৪ সালে প্রফেসর ডঃ নাযমুদ্দিন এরবাকান
পৃথিবীর সকল পরাশক্তির রক্ত চক্ষুকে উপেক্ষা করে মুক্ত করেন সাইপ্রাসের
মুসলমানদেরকে। ৯০ এর দশকে বসনিয়ার যুদ্ধে কয়েক ট্রিলিয়ন ডলার করছ করে
বসনিয়ায় গড়ে তুলেছিলেন অস্রের কারখানা। বসনিয়াকে ইউরোপ ও রাশিয়া থেকে রক্ষা
করার জন্য তিনি লড়ে যান জীবন প্রান দিয়ে। ইরানকে সাথে নিয়ে জাতিসংঘের সকল
অন্যায় অবরোধকে ভেঙ্গে গড়ে তুলেন মুজাহিদ বাহিনী এবং করেন অস্রে সহযোগিতা ।
বিগত কয়েক বছরে যে অভিজ্ঞতা হয়েছে তাতে দেখেছি পাকিস্তানের বন্যায়
সহযোগিতার জন্য মসজিদের সামনে টাকার স্তুপ। আরাকানী মুসলিমদের জন্য তারা
হয়েছে পাগল পারা। তারা ডানপন্থী ; বাম যেই পন্থী হোক না কেন তারা এগিয়ে আসে
তাদের সামরথের আলোকে। আল্লাহ এই তুরস্ককে রক্ষা করুন তাদের হারানো ঐতিহ্য
আবারো ফিরিয়ে দেন এই দোয়া সবসময় করি। আমীন।
Burhan Uddin
তুরস্ক থেকে
তুরস্ক থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন