ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩

রহস্যময় পরিবহন 'বিহঙ্গ'


ঘটনা ১|
২০১৩ সালের ২৮ নভেম্বর শাহবাগে একটি বাসে পেট্রল বোমা থেকে আগুন ধরে যায়।এতে ১৬ অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি ও ২ জন নিহত হয়। পুড়ে যাওয়া বাসটি হচ্ছে 'বিহঙ্গ পরিবহন্ִ
ঘটনা ২|
২০১৩ সালের ৩ মার্চ,জামায়াতের হরতালে শেওলাপাড়া আর আল-হেলাল হাসপাতালের সামনে বাসের ভিতর থেকে ককটেল মারা হয়।
পুলিশ অনুসন্ধান করে জানায় বাসটি ছিল,'বিহঙ্গ পরিবহন্ִ
ঘটনা ৩|
২০১৩ এর ৬ জুলাই,খালেদার গাড়ীকে ধাক্কা দিতে চেষ্টা একটি বাস। অনুসন্ধানে জানা যায় বাসটি ছিল,'বিহঙ্গ পরিবহন্ִ
ঘটনা ৪|
পঙ্কজ দেবনাথ,সেচ্ছাসেবক লীগের নেতা,এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বরিশাল ৪ আসনে। উল্লেখ্য এই পন্কজ দেবনাথ হচ্ছেন 'বিহঙ্গ পরিবহন্ִ এর মালিক। বিহঙ্গ পরিবহন দিয়ে একের পর এক রাষ্ট্রীয় সন্ত্রাস করিয়ে,নিরীহ মানুষ বাসে পুড়িয়ে বিএনপি-জামায়াতকে চাপে ফেলে তিনি শেখ হাসিনার প্রিয়ভাজন হন।তাই কাজের পুরষ্কার হিসেবে পেয়ে গেলেন মনোনয়ন।
ঘটনা ৫| শাহবাগে বাসে আগুন লাগা থেকে বেচে যাওয়া এক যাত্রী শাহেদা জানান তিনি পেট্রল বোমা নিক্ষেপকারীদের মধ্যে মাসুদকে দেখেছেন যাকে তিনি চেনেন। এই মাসুদ আওয়ামী সন্ত্রাসী এবং জাহাঙ্গীর কবীর নানকের পোষা ক্যাড়ার। এই বাসে আগুন দেয়া হয়েছিল বিএনপি-জামায়াতকে চাপে ফেলতে এবং এটা যে আওয়ামী সন্ত্রাসীরাই করেছে তা বুঝতে বিশেষজ্ঞ হওয়া লাগে না।
জনগনের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই এই রাষ্ট্রীয় সন্ত্রাস।
নিজেদের সন্ত্রাসীদের দিয়ে নিজেদের বাসে আগুন দিয়ে বাস মালিক পন্কজকে মনোনয়ন দিয়ে জনগনের সাথে উপহাস করা হল।এরপর আর আহত মানুষের আর্ত-চিৎকার দেখিয়ে মানবতা দেখানোর অধিকার আওয়ামী শুয়োরদের নেই।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন