বাংলাদেশ বার্তা বাংলাদেশের রাজনীতিতে আদর্শ যদি কেউ হয় তবে যাকে বেছে নিতে হবে, তিনি মাওলানা মতিউর রহমান নিজামী।
মাওলানা মতিউর রহমান নিজামী! আসেন পরিচয় করিয়ে দিই.....
১।যেখানে একজন এমপিও পাঁচ তারকা হোটেলে ছাড়া খান না, সেখানে তিনি একজন প্রভাবশালী মন্ত্রী হয়েও "টিফিন-ক্যারিয়ারে" ভাত নিয়ে যেতেন সংসদে গিয়ে খাওয়ার জন্য...!!!!
২।রাস্তার পাশ থেকে দুই টাকার আঁতর কিনে গায়ে দিয়েছিল কি কোনমন্ত্রী? তিনি দিতেন....!!!
৩।স্বাধীনতার পর থেকে যে দুজন মন্ত্রী তর্জনী উচিয়ে বলতে পেরেছিলেনঃ আমার মন্ত্রনালয়ে যদি ২টাকার দূর্নীতিও কেউ প্রমান করতে পারতবে সারাজীবনের জন্যরাজনীতি ছেড়ে দেব!! তিনি তার একজন...
৪।দক্ষিন এশিয়ার সবচেয়ে সফল ও সৎ মন্ত্রী হিসেবে স্বর্ন পদককে পেয়েছিল জানেন? সেটা তিনি..
৫।ফখরুদ্দিনের আমলে রাঘব বোয়াল থেকে শুরু করে চুনেপুঁটি পর্যন্ত দূর্নী তির দায় এড়াতে পারেনি, সেখানে তিনি এতটাই উজ্জল ছিলেন যে তাকে স্যালুট করেছিল সবাই...
৬।জীবন যাপন ও আচার ব্যবহারে তিনি এতটাই অমায়িক ছিলেন যে ঘোর শত্রুও তাঁর ব্যবহারে মুগ্ধ হয়ে তার দলে যোগ দিয়েছে এমন হাজারো উদাহরন আছে...!!!
---তিনি মাওলানা মতিউর রহমান নিজামী!!!
বাংলাদেশের রাজনীতিতে আদর্শ যদি কেউ হয় তবে তাকেই বেছে নিতে হবে।
বাংলাদেশের রাজনীতিতে আদর্শ যদি কেউ হয় তবে তাকেই বেছে নিতে হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন