ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০১৫

মিঠাপুকুরে নাশকতা সরকারি এজেন্টদের: রিজভীর

বাংলাদেশ বার্তাঃ বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, “জনগণকে বিভ্রান্ত করতে ২০ দলের চলমান শান্তিপূর্ণ অবরোধে ক্ষমতাসীনরা সরকারি এজেন্ট দিয়ে যানবাহনে নাশকতা চালিয়ে বিরোধী দলের ওপর দোষ চাপানোর পুরনো খেলায় মেতে উঠেছে।”
বুধবার সকালে রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে চার যাত্রীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিযোগ করেন।বিকেলে অজ্ঞাত স্থান থেকে বিবৃতিটি পাঠানো হয়।
রিজভী দাবি করেন, “বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর যারা আঘাত করেছে তারাই রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে দুর্বত্তদের কর্তৃক পেট্রোল বোমা নিক্ষেপে শিশুসহ চারজন নিহত ও ১২ জন আহত করেছে।”
এই ঘটনার নিন্দা জানিয়ে তিনি বলেন, “এ ধরণের নাশকতামূলক কর্মকান্ডের নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনা বর্তমান আওয়ামী সরকারের ধারাবাহিক ও পুরনো নোংরা অপকর্মেরই যোগসূত্র।”
পেট্রোল বোমা ছুঁড়ে মানুষ হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান রিজভী। একই সঙ্গে তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন