রাজধানী ঢাকার কাফরুল থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবদুল মতিন খানকে গুমের অভিযোগ করেছে দলটি। শনিবার দিবাগত রাতে তাকে আইন শৃঙ্খলাবাহিনীর পরিচয়ে আটকের পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে মহানগর জামায়াত।
রবিবার এক বিবৃতিতে বলা হয়, আটকের পর নিয়মানুযায়ী আদালতে সোপর্দ করার আইনগত বাধ্যবাধকতা থাকলেও পুলিশ তাকে এখনো আদালতে হাজির করেনি। এটা দেশের প্রচলিত আইন, সংবিধান, মানবাধিকার ও আইনের শাসনের মারাত্মক লঙ্ঘন।
জামায়াতের আশঙ্কা, সরকারবিরোধী চলমান আন্দোলন নির্মম ও নিষ্ঠুরভাবে দমনের অংশ হিসেবে কাফরুল থানার সেক্রেটারি আবদুল মতিন খানকে আটক করে গুম করা হয়েছে।
অবিলম্বে মতিনের সন্ধান এবং তাকে নিঃশর্ত মুক্তি দিতে সরকার ও প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে দলটি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন