১ ও ২ টাকার নোট বন্ধ করে দিবেন দেন সমস্যা নাই কিন্তু রাবিশের মত কথা বলবেন না প্লিজ। অর্থমন্ত্রী আপনি বোধ হয় ভুলে গেছেন আপনি কোন দেশে বাস করেন, আপনার এই দেশের কত ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। আপনি ভুলে গেছেন এই দেশে ১ টাকা ২ টাকায় কী কী পাওয়া যায়। আপনার জ্ঞাতার্থে ১ টাকা ২ টাকায় কী কী পাওয়া যায় তার একটা তালিকা দিচ্ছি।
১ টাকায় দেশলাই পাওয়া যায়
১ টাকায় চকলেট, চুইংগাম পাওয়া যায়
১ টাকায় ব্লেড পাওয়া যায়
২ টাকায় মশার কয়েল পাওয়া যায়
১ টাকায় এক কপি ফটোকপি করা যায়
২ টাকায় পুরী, পিয়াজু পাওয়া যায়
১ টাকায় এক গ্লাস ফিল্টার পানি পাওয়া যায়
১ টাকায় ২ টাকায় বিড়ি সিগারেট, পান, সুপারী, গুল, তামাক পাতা পাওয়া যায়
১ টাকা ২ টাকায় ১টা নাপা, সিভিট পাওয়া যায়
২ টাকায় চিঠির খাম পাওয়া যায়
১ তা কাগজ পাওয়া যায়
২ টাকায় ১টা মিনি শ্যাম্পু পাওয়া যায়
১ টাকায় সুঁই ২ টাকায় সুতা পাওয়া যায়
১ টাকায় চকলেট, চুইংগাম পাওয়া যায়
১ টাকায় ব্লেড পাওয়া যায়
২ টাকায় মশার কয়েল পাওয়া যায়
১ টাকায় এক কপি ফটোকপি করা যায়
২ টাকায় পুরী, পিয়াজু পাওয়া যায়
১ টাকায় এক গ্লাস ফিল্টার পানি পাওয়া যায়
১ টাকায় ২ টাকায় বিড়ি সিগারেট, পান, সুপারী, গুল, তামাক পাতা পাওয়া যায়
১ টাকা ২ টাকায় ১টা নাপা, সিভিট পাওয়া যায়
২ টাকায় চিঠির খাম পাওয়া যায়
১ তা কাগজ পাওয়া যায়
২ টাকায় ১টা মিনি শ্যাম্পু পাওয়া যায়
১ টাকায় সুঁই ২ টাকায় সুতা পাওয়া যায়
১ টাকা ২ টাকায় আরো অনেক কিছু পাওয়া যায়। গ্রামের গরীব মানুষরা এখনো প্রতিদিন অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করে ১ টাকা ২ টাকায়। গ্রামের মানুষের কথা বাদই দিলাম, আমরা ঢাকা শহরে পাবলিক বাসে বিভিন্ন রুটে ১ টাকা ২ টাকায় যাতায়াত করি। যেমন: ৬ নাম্বার বাসে মালিবাগ থেকে মগবাজারের ভাড়া ২ টাকা। বাংলামোটর থেকে ফার্মগেটের ভাড়া দুই টাকা। শাহবাগ থেকে মৎস ভবনের ভাড়া ২ টাকা। আমরা সাধারন মানুষ ভিক্ষুকদের ভিক্ষা দেই ১ টাকা, ২ টাকা। ধরে বাজার গিয়ে ১৩ টাকা খরচ করলেন, পরিশোধ করবেন কিভাবে? এছাড়াও এক টাকা, দুই টাকার প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবেনা। সেসব নিয়ে না হয় কথা নাই বললাম, কিন্তু আপনি একটা দেশের অর্থমন্ত্রী হয়ে জানবেন না সেদেশে এক টাকায় চকলেট পাওয়া যায় কী না!!
মাননীয় মন্ত্রী আপনার এই গরীব দেশে ১,২ টাকায় কী কী পাওয়া যায় তা আপনার জানার কথা নয়। মনে আছে আপনিইতো হলমার্ক কেলেঙ্কারীর সময় বলেছিলেন, '৪ হাজার কোটি টাকা অল্প টাকা।'
যার কাছে ৪ হাজার কোটি টাকা অল্প টাকা তার কাছে ১,২ টাকায় কিছু পাওয়া যায় সেটাও না জানারই কথা।এলাস! আপনি একটা গরীব দেশের অর্থমন্ত্রী!
Source: Facebook ফ্যান পোস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন