চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্বৃত্তরা রেললাইনের স্লিপার তুলে ফেললে ময়মনসিংহ এক্সপ্রেসের ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে চট্টগ্রামের সাথে ঢাকাসহ সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
পূর্বাঞ্চল রেলের ডিভিশনাল ট্রান্সপোর্টেশন কর্মকর্তা ফিরোজ ইফতেখার জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ময়মনসিংহ এক্সপ্রেস সোমবার ভোর পৌনে ৪টায় এ দুর্ঘটনার শিকার হয়।
এতে রেললাইনের আপ-ডাউন উভয় লাইনের বেশ ক্ষতি হওয়ায় চট্টগ্রামের সাথে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি জানান, আমরা সবাই এখন ঘটনাস্থলে আছি। যত দ্রুত সম্ভব লাইন চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।
উৎসঃ নয়া দিগন্ত অনলাইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন