ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৫

পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে এতো লোক মরলো কেন ?


নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘দেশের পরিস্থিতি খুবই জটিল। এর শেষ কোথায় কেউ জানে না। গত ৪৯ দিনে ১০১ জন নাগরিক মারা গেছেন। অথচ সরকার বলছে পরিস্থিত নিয়ন্ত্রণে আছে। যদি তাই হতো তাহেল এতো লোক মারা গেলো কেন?’
রোববার সকাল সাড়ে ১১টায় রাজধানীর তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। দেশের পরিস্থিতির উপর কথা বলতে গিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবও দেন তিনি।
মান্না বলেন, ‘আন্দোলনের নামে সহিংসতা হচ্ছে। পুড়ে মরছে মানুষ। এরচেয়ে বর্বরতা আর হতে পারে না। বর্তমান পরিস্থিতিতে জনগণ রিতিমতো আতঙ্কিত। দেশে যে পরিস্থিতি চলছে এর শেষ কোথায় কেউ জানে না। এমন পরিস্থিত অসহনীয় ও অনাকাঙ্ক্ষিত।’
আসন্ন ডিসিসি নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে মান্না জানান, ‘আমি কখনো বলিনি নির্বাচন করবো। আবর করবো না তাও বলিনি। এখন ডিসিসি নির্বাচন নিয়ে আলোচনা করতে চাই না।’ তবে নির্বাচনের আগে অবশ্যই প্রশাসন ও বিচার ব্যবস্থাকে দলীয়করণ মুক্ত করার দাবি জানিয়েছেন তিনি।
সাম্প্রতিক ক্রসফায়ারের ঘটনা প্রসঙ্গে মান্না বলেন, ‘এটা সমর্থন যোগ্য নয়। এ পর্যন্ত ৩০ থেকে ৩৫ জন লোক ক্রসফায়ারে নিহত হয়েছেন। এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি সরকার।’
বিএনপির চলমান আন্দোলন তিনি প্রসঙ্গে বলেন, ‘হরতালও হচ্ছে গাড়িও চলছে। তারা আসলে জনগণকে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত করতে পারেনি।’
চলমান পরিস্থিতিতে বিদেশিদের হস্তক্ষেপ প্রসঙ্গে মান্না, ‘এটা বিদেশিদের হস্তক্ষেপ না। তারা আমাদেরকে ডেকে বলছেন, আলোচনায় বসতে। কিন্তু আমরা তো কোনোটাই মানছি না।’
৫ জানুয়ারির নির্বাচনকে একটি প্রতারণা ও জবরদস্তিমূলক নির্বাচন আখ্যা দিয়ে মান্না বলেন, ‘এ কারণেই এতো সমস্যার সৃষ্টি হয়েছে। পৃথিবীর ইতিহাসে এমন নির্বাচন আর একটাও হয়েছে- এমন নজির কেউ দেখাতে পারবে না।’
মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকার ডিসিসি নির্বাচন নিয়ে হাঁক-ডাক করছে না, তারা হাবভাব করছে। এখনো কোনো গেজেটই প্রকাশ করা হয়নি।’ মন্ত্রিসভার বৈঠেক একজন প্রধানমন্ত্রীর প্রার্থী ঘোষণাও নজিরবিহীন বলে মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না। তারপরও ডিসিসি নির্বাচন যেন গ্রহণযোগ্য হয় এবং ভিত্তি পায় সেজন্য তিনি সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।
চলমান পরিস্থিতির সমাধান প্রসঙ্গে নাগিরক ঐক্যের এই নেতা বলেন, ‘সাধারণত আন্দোলনকারীরা আলোচনায় বসতে চায় না। এ ক্ষেত্রে সরকারকেই অগ্রণী ভূমিকা নিতে হয়।’ তিনি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তাহলে আলোচনায় বসেন।’ অনলাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন