০৬ ফেব্রুয়ারী ২০১৫: দেশ থেকে গণতন্ত্রের চেহারা হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণ ফোরামের সভাপতি ও সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সহিংসতার মোকাবেলা করলে জনগণের বিজয় সুনিশ্চিত বলে এসময় তিনি আশা প্রকাশ করেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান সহিংসতা বন্ধে বিভিন্ন দাবিতে এক গণঅবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশর সমাজতান্ত্রিক দল (বাসদ) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) এ গণঅবস্থান কর্মসূচির আয়োজন করে। তিনি আরও বলেন, দুই নেত্রীর রেষারেষির কারণে আজ দেশে অসুস্থ রাজনীতি চলছে। এর শিকার হচ্ছে সাধারণ মানুষ। সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশে সুস্থ রাজনীতি ফিরিয়ে আনার আহ্বানও জানান তিনি। এতে আরও উপস্থিত ছিলেন, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য, সৈয়দ আবু জাফর আহমেদ প্রমুখ।
উৎসঃ ঢাকার নিউজ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন