বাংলাদেশে অনির্বাচিত সরকার কর্তৃক ফ্যাসিজম প্রতিষ্ঠা এবং একদলীয় প্রহসনের নির্বাচন ও বিরোধী দলগুলোর ওপর চালানো দমন নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্য জুড়ে প্রচারণা শুরু করেছে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘ক্যাম্পেইন ফর স্টপ বাংলাদেশ ফ্যাসিজম’। এরই অংশ হিসেবে সাংবাদিক আখতার মাহমুদের নেতৃত্বে স্কটল্যান্ডে অবস্থিত ইংল্যান্ড ও ওয়েলসের সর্বোচ্চ শৃঙ্গ ৪৪০৮ ফুট উচ্চতার ‘বেন নেভিস’-এ আরোহণ করেছেন তিন বাংলাদেশী। ব্যতিক্রমী এই প্রচারণায় সময় তারা সেখানে ‘ক্যাম্পেইন ফর স্টপ বাংলাদেশ ফ্যাসিজম’ এর ব্যানার ও বাংলাদেশের জাতীয় পতাকা বহন করেন। সাংবাদিক ও বার-এট-ল অধ্যয়নরত আখতার মাহমুদের সাথে পর্বত শৃঙ্গে আরোহণ করেন ইষ্ট লন্ডন ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মাহমুদ ও সঙ্গীত শিল্পী জিয়াউল ইসলাম জাইফ।
বাংলাদেশে একনায়কতান্ত্রিক সরকারের বিদায়ে যুক্তরাজ্যব্যাপী জনমত গড়তে আখতার মাহমুদ ‘স্টপ বাংলাদেশ ফ্যাসিজম’ ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। এর আগে যুক্তরাজ্যের বিভিন্ন শহরে তিনি বাংলাদেশের বর্তমান প্রকৃত অবস্থা তুলে ধরে বাংলাদেশে চলমান ফ্যাসিজম বিরোধী মতামত গড়ে তোলার চেষ্টা করছেন। উৎসঃ ফেসবুক
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন