বিজ্ঞানীরা মাত্র কয়েক বছর আগে আবিস্কার করে যে দুটি সাগর একসাথে মিলিত হয়েছে এবং দুটিই পরস্পরের সাথে সম্পূর্ণ আলাদাভাবে বয়ে যাচ্ছে অথচ ১৪০০ বছর পূর্বেই আল কোরআনে সূরা আর-রহমানে এই অলৌকিক ঘটনার বর্ণনা করা হয়েছে।
”তিনি পাশাাপাশি দুইটি সাগর প্রবাহিত করেছেন, উভয়ের মাঝখানে রয়েছে এক অন্তরাল, যা তারা অতিক্রম করে না” - (সূরা আর-রহমান ১৯,২০)
ছবিটি আলাস্কা উপসাগরের মিলনস্থন। যেখানে (Baltic Sea and North Sea), দুটি সাগর মিলিত হয়েছে অথচ এদের পানি কখনো একত্রে মিশে না।
অনলাইন ঢাকা গাইড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন