বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের খালাস চেয়ে দায়ের করা আপিল আবেদনের শুনানি ৫ম দিনের মতো শেষ হয়েছে। কাল আবার শুনানি অনুষ্ঠিত হবে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মুজাহিদের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস.এম শাহজাহান।
২০১৩ সালের ১৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ১৯৭১ সালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় মৃত্যুদণ্ড প্রদান করে। একই বছরের ১১ আগস্ট ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে আপিল আবেদন দায়ের করেন মুজাহিদের আইনজীবীরা। আপিল আবেদনে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে ১১৫টি যুক্তি দেখিয়ে মুজাহিদের খালাস চাওয়া হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন