মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গিয়েছে। চাঁদ দেখা যাওয়ায় বুধবার থেকে শুরু হচ্ছে ১৪৩৬ হিজরির শাবান মাস। ফলে আগামী ২ জুন দিবাগত রাতে পালিত হবে পবিত্র শবে বরাত।
চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার লক্ষ্যে সোয়া ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি আলহাজ প্রিন্সিপাল মতিউর রহমান।
চট্টগ্রাম, মাদারীপুর, ভোলা, নেত্রকোণা, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকরা ফোন করে বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগে শাবান মাসের চাঁদ দেখার সংবাদ জানিয়েছেন।
লন্ডন বাংলা নিউজ এর সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন