ভারতের মেঘালয় রাজ্যের শিলং পুলিশ অনুপ্রবেশের অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে। বুধবার বিকেলে শিলং জেলা জজ আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।
দ্য শিলং টাইমস এ খবর দিয়ে জানিয়েছে, শিলং পুলিশ ভারতের বিদেশ আইন অনুযায়ী সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা করে। পুলিশের দাবি, তারা একপ্রকার নিশ্চিত যে সালাহ উদ্দিন অপহরণের গল্প বানিয়ে রাজনীতি করার চেষ্টা করেছেন।
পুলিশ আরো জানতে পেরেছে, মেঘালয়-বাংলাদেশ সীমান্তের সিলেট এলাকায় সালাহ উদ্দিন স্থানীয় বিএনপির অনেক নেতার ঘনিষ্ট। এ সুযোগ কাজে লাগিয়ে অপহরণের গল্প তৈরি করেছেন তিনি। সালাহ উদ্দিন কাদের সাহায্য নিয়ে সীমান্ত পেরিয়ে শিলং এসেছেন? এসব প্রশ্নের উত্তর পেতে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয়।
প্রসঙ্গত, ৬৩ দিন নিখোঁজ থাকার পর গত ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে সন্ধান পাওয়া যায় সালাহ উদ্দিন আহমেদের। তাকে উদ্ভ্রান্ত অবস্থায় ঘুরতে দেখে শিলংয়ের গলফ-লিংক এলাকার লোকজন ১১ মে ভোরে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে পাস্তুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
লন্ডন বাংলা নিউ এর সৌজন্যে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন