রাজশাহী ও সিলেট বিভাগে জামায়াতে ইসলামীর ডাকে হরতালে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।
দলের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি তাসনিম আলমকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে রাজশাহী বিভাগে এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে সিলেট বিভাগে আধাবেলা হরতালে ডাক দেয়া হয়। বুধবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই হরতাল পালিত হয়। গত সোমবার ভোরে তাসনিম আলমকে এবং বুধবার রাতে শফিকুর রহমানকে গ্রেফতার করা হয়।
রাজশাহীতে হরতালের শুরুতে সকাল সোয়া ৭টার দিকে জামায়াত ও শিবিরের কর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা এলাকায় মিছিল শুরু করলে পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট নিপে করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের সাথে জামায়াত ও শিবির কর্মীদের সংঘর্ষ হয় এবং দু’টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ছাড়া মণ্ডলের মোড়ে শিবির মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল নিপে করে পুলিশ। মহানগরীর শালবাগান, ডিঙ্গাডোবা, এলাকায় মিছিল বের করার চেষ্টা করে শিবির।
হরতাল চলাকালে নগরী থেকে দুর পাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকে। আন্তঃজেলা রুটের বাসও বন্ধ আছে। বিআরটিসি বাসও চলছে না। বন্ধ থাকে ব্যবসা প্রতিষ্ঠান।
সিলেটে সকাল সাড়ে ৬টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ রোড এলাকায় একটি মিছিল বের করে জামায়াত ও শিবিরের কর্মীরা। এ সময় পেছন থেকে পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করলে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তেমুখী ও শিবগঞ্জে মিছিল করে শিবির। তেমুখীতে মিছিল শেষে সিলেট-সুনামগঞ্জ সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে হরতাল সমর্থনকারীরা। হরতালের কারণে নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে, দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
উৎসঃ নয়া দিগন্ত অনলাইন
্
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন