বাংলাদেশ বার্তা : অনির্দিষ্টকালের অবরোধের ১৪তম দিনের অবরোধ সফল করতে গতকাল সোমবার রাজধানীসহ সারা দেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির। কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ৩৬ জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেপ্তার করেছে ১১২ জন নেতাকর্মী।
অবরোধ কর্মসূচি চলাকালে শিবির নেতৃবৃন্দ বলেন, জনতার গণআন্দোলনে অবৈধ আওয়ামী সরকার বেসামাল হয়ে পড়েছে। নিজেদের আসন্ন পরাজয় তারা বুঝতে পেরেছে। তারা এখন নিজেদের অপকর্মের পরিণতি নিয়ে ভীত। নিজেদের বাঁচাতে এখন র্যাব-পুলিশ-বিজিবি’কে ঢাল বানিয়েছে অবৈধ সরকার। সরকার যেমন অবৈধ তেমনি অবৈধভাবে রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনীকে জনগণের প্রতিপক্ষ রূপে দাঁড় করানোর পাঁয়তারা করছে তারা। কিন্তু এতেও অবৈধ সরকারের শেষ রক্ষা হবে না। কারণ জনগণ নিজেদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। অন্যদিকে জনগণের টাকায় লালিত পালিত রাষ্ট্রীয় শৃঙ্খলা বাহিনী জনগণের প্রতিপক্ষ রূপে কাজ করবে এমনটি জাতি আশা করে না।
ঢাকা মহানগরী উত্তর: রাজধানীর উত্তরা ও তেজগাঁও এলাকায় মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তরের নেতাকর্মীরা। সকাল পৌনে ৮টায় তেজগাঁও ফ্লাইওভারের বিজয় স্মরণী মুখে ঢাকা মহানগরী উত্তরের কলেজ কার্যক্রম সম্পাদক আলী আহসানের নেতৃত্বে অবরোধ কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন, মহানগরী ফাউন্ডেশন সম্পাদক মাইনুল ইসলাম।
ঢাকা মহানগরী পশ্চিম: রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ১০টায় ধানমন্ডি এলাকা ১৫ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সিলেট মহানগরী: অবরোধ সফল করতে নগরীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির সিলেট মহানগরী। সকাল ১০টায় শাখা সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে নেতাকর্মীরা। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রংপুর মহানগরী: ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধের মাধ্যমে ১৪তম দিনের অবরোধ কর্মসূচি পালন করে ছাত্রশিবির রংপুর মহানগরী। সকাল ১০টায় শাখা সভাপতি আল আমিনের নেতৃত্বে এই অবরোধ কর্মসূচি পালন করে নেতাকর্মীরা।
খুলনা মহানগরী: নগরীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির খুলনা মহানগরী। সকাল ১১টায় শাখা সেক্রেটারী মিম মিরাজ হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ২০ দলীয় জোটের সমাবেশে মিলিত হয়ে রাজপথ অবরোধ করে।
নরসিংদী জেলা: মিছিল অবরোধ করে ছাত্রশিবির নরসিংদী জেলা শাখা। মিছিলটি নরসিংদী প্রেস ক্লাব থেকে শুরু হয়ে মালাকার মোড়ে এসে রাজপথ অবরোধ করে। এতে নেতৃত্ব দেন জেলা সভাপতি আসাদুজ্জামান।
বিয়ানীবাজার উপজেলা: উপজেলার বিভিন্ন স্থানে মিছিল অবরোধ করে ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা। সকাল থেকেই উপজেলা দক্ষিণ সভাপতি ছাদিকুর রহমান, উত্তরের সভাপতি জাহাঙ্গির আলমসহ নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবরোধ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন