ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ স

আচ্ছালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট দক্ষিণগাও বাজার এর পক্ষ থেকে সকল গ্রাহক, শুভাকাংখীসহ সবাইকে জানাই সালাম শুভেচ্ছা। এইগ্রুপে যারা আছেন তাদের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার এলাকারসকলকে ইসলামী ব্যাংকের মাধ্যমে বিদেশ থেকে রেমিটপন্স পাঠানোর আহবান জানাচ্ছি। রাজারবাগ, কুসুমবাগ, দক্ষিনগাও, শাহীবাগ, মানিকদিয়া, বাইকদিয়া, নন্দিপাড়াসহ সকল এলাকার গ্রাহক, শুভাকাংখী, শুভানুধ্যায়ীদের প্রদত্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলোঃ ০১৭১১-৪৫৮১৫১, ০১৭০০৯২৫২৪১

মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০১৫

সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলন : শিবির

ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. রেজাউল করিম বলেছেন সরকার ক্ষমতা হারানোর ভয়ে এখন জনগণের উপর জুলুম-নির্যাতন চালাচ্ছে। তারা জনগণের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ বাহিনী ও দলীয় সন্ত্রাসীদের বিরোধী দল দমনের কাজে নিয়োজিত করেছে। তারা সভা-সমাবেশে বাধা, নিষেধাজ্ঞা ও ১৪৪ ধারা জারি করে জনগণের গণতান্ত্রিক সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ করছে। ২০ দলীয় জোট নেত্রীকে সম্পূর্ণ অন্যায়ভাবে অবরুদ্ধ করে রেখেছে। কিন্তু জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোনো স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকারের শেষ রক্ষা হয়নি, আর আওয়ামী লীগেরও হবে না। আর ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত দুর্বার আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি জুলুমবাজ সরকারের পতনের লক্ষ্যে সবাইকে রাজপথে নেমে আসার আহবান জানান।
ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা রামপুরা এলাকায় দেশব্যাপী রাজপথ অবরোধ কমসূচির প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শাখা সভাপতি রেজাউল হক রিয়াজ কর্মসূচির নেতৃত্ব দেন।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন মহানগরী সেক্রেটারি এম শামীম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, অফিস সম্পাদক সোহেল মিঠু, প্রচার সম্পাদক আবদুল কাদের, ছাত্রকল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন, এইচ আর ডি সম্পাদক ইমাম হোসেন প্রমুখ।
রেজাউল করিম আরো বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার জনগণের উপর আস্থা হারিয়ে এখন স্বৈরাচারী কায়দায় ক্ষমতায় আঁকড়ে থাকার ষড়যন্ত্র করছে। কিন্তু ষড়যন্ত্র করে অতীতে যেমন কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারেনি, তেমনি বর্তমান সরকারও পারবে না। সরকারের সব ষড়যন্ত্র মোকাবিলায় দেশের রাজপথ উত্তাল হয়ে উঠেছে। জনগণ এই জুলুমবাজ ও ফ্যাসিবাদী সরকারের পতন না হওয়া পর্যন্ত কোনোভাবেই রাজপথ ছাড়বে না।
উৎসঃ নয়া দিগন্ত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন